Showing posts with label ভালবাসা ক্রমসই নিন্মগামী হয়. Show all posts
Showing posts with label ভালবাসা ক্রমসই নিন্মগামী হয়. Show all posts

ভালবাসা ক্রমসই নিন্মগামী হয়


আবিদ আনোয়ার

ভালবাসা ক্রমসই নিন্মগামী হয়-
একথা প্রথম শুনে সুসজ্জিত ঝোপের আড়ালে
তোমার আনত চোখে খেলেছিল চকিত বিস্ময়
বাড়তি কিছু অনাচারে রাঙামুখ হয়েছিল নীল;
মনে পড়ে বলেছিলে, ‘ছি ছি! তুমি এতটা অশ্লীল!’

কুমারী বুকের নিচে হয়তো কোন শান্ত জলাধার
ঢেউ হয়ে তুলেছিল রিরংসার প্রথম তোলপাড়;
ক্রমে ক্রমে বুঝে নিলে অশ্লীলতা বলে কিছু নেই-
পবিত্র ফুলের মতো উন্মোচিত হয়েছিলে প্রথম রাতেই।

যখন ফসল এল নিন্মাচারী আমাদের যৌথ চাষাবাদে
তুমি আমি সঞ্জীবিত পরিপূর্ণ জীবনের স্বাদে

সে ফসল নেই আজ-শূন্য ঘরদোর
কবেই ডাকাতি করে নিয়ে গেছে সময়ের চোর:
নিজেই জনক হয়ে যখন সে চুমু খায় আপন শিশুকে
ভাবেনা এ উঞ্চতায় সেও ছিল অন্য কারও বুকে।
কখনো বিস্ময়ে যদি বলে উঠি : এ আমার নিজের তনয়?
নিবিষ্ট গৃহিনী থেকে সহসাই দার্শনিক সেজে
ছুড়ে মারো বুমেরাং: ভালবাসা ক্রমশই নিন্মগামী হয়।